ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা ব্যবসায়ের জন্য সারাদেশে পরিচিত। আর এই ব্যবসায়ের মধ্যে অন্যতম হল ধান ও চাউলের ব্যবসা। যেখানে ধান-চাউলের ব্যবসা সেখানে চাতাল অত্যাবশ্যকীয়। আশুগঞ্জের অসংখ্য চাতালের মধ্যে আমাদের দূর্গাপুর ইউনিয়নে রয়েছে ছোট বড় প্রায় তিন শতাধিক ধানের চাতাল। এই চাতালে কর্মী হিসেবে নিয়োজিত আছেন কয়েক হাজার শ্রমিক। এই চাতালে কাজ করে তারা তাদের পরিবার পরিজন নিয়ে সুখে দিনাতিপাত করছেন। ছবিতে প্রদর্শিত চাতাল দু'টি বাহাদুরপুরে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস