Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

দেশের বৃহত্তম নদী মেঘনার পাড়ে অবস্থিত দূর্গাপুর ইউনিয়ন । যুগ যুগ ধরে দূর্গাপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা এখনো সমুজ্জ্বল।

ক) নাম : ৩নং দূর্গাপুর ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন : ১২.৩০ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা : ৩৪৭৪৮ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা : ৬ টি।

ঙ) মৌজার সংখ্যা : ৬ টি।

চ) হাট/বাজার সংখ্যা : ১ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম : সিএনজি/রিক্সা।

জ) শিক্ষার হার : ৫৩%। (২০১১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়: ৯টি,

    উচ্চ বিদ্যালয়: ২টি,

    কলেজ: ১টি,

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান : জনাব জিয়াউল করিম খান সাজু।

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান: ১ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান: নাই।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল: ১৯৬৮ ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ :

                                    ১) শপথ গ্রহণের তারিখ : ০৮/০৫/২০১৬ ইং

                                    ২) প্রথম সভার তারিখ : ০৪/০৮/২০১৬ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ : ০৩/০৮/২০২১ ইং

ঢ) গ্রাম সমূহের নাম :

             সোহাগপুর

             বাহাদুরপুর

             দূর্গাপুর

             খড়িয়ালা

             তাজপুর

             বোগইর

ণ) ইউনিয়ন পরিষদ জনবল :

               ১) নির্বাচিত পরিষদ সদস্য : ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব : ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ : ৫ জন।